ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

টেকনাফে বিজিবি’র অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ১০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

টেকনাফের ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সুবেদার মো. আব্দুল জলিল শেখ এর নেতৃত্বে একটি টহল দল হোয়াইক্যং চেকপোষ্টে যানবাহন তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

সোমবার ১২টার দিকে টেকনাফ হতে কক্সবাজারগামী সরাসরি স্পেশাল সার্ভিস পরিবহন বাস (রেজিঃনং চট্টমেট্টো-ব-১১-১১৩১) টেকনাফ থানাধীন হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে আসলে সিগন্যাল দিয়ে থামায়। পরবর্তীতে বাসটি তল্লাশী করে বাসের সর্বশেষে যাত্রীবিহীন সীটের নিচে পরিত্যক্ত অবস্থায় পলিথিন দ্বারা মোড়ানো একটি প্যাকেট দেখতে পায়। প্যাকেটটি খুলে গণনা করে ৩০ লাখ টাকা মূল্যমানের ১০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।  

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি